ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘পাঠশালা’র কর্মশালা

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৫ জুন ২০২১  
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘পাঠশালা’র কর্মশালা

তারুণ্য নির্ভর সংগঠন ‘পাঠশালা’র আয়োজনে আজ মঙ্গলবার (১৫ জুন) রাত ৮ টায় ‘ইফেক্টিভ লিডারশিপ’ শীর্ষক কর্মশালা হতে যাচ্ছে। কর্মশালার রেজিস্ট্রেশন ফি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিতে ব্যয় করবে সংগঠনটি।

আজ দুপুরে সংগঠন সূত্রে বিষয়টি জানা যায়।

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী (খাতা-কলম) দিতে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে সুবিধামতো ফি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অনেকেই। 

এ বিষয়ে পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঠশালা শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ আয়োজন।’ 

‘কর্মশালায় লিডারশিপের গুরুত্ব, কর্মজীবনে লিডারশিপের প্রভাব নিয়ে আলোচনা করা হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন পাঠশালার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ জিয়ান।’ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঠশালার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এবাদুল ইসলাম।

ফাহিম/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়