ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাঠশালার শিক্ষাসামগ্রী পেলো সুবিধাবঞ্চিত শিশুরা

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২০ জুন ২০২১  
পাঠশালার শিক্ষাসামগ্রী পেলো সুবিধাবঞ্চিত শিশুরা

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে তারুণ্য ভিত্তিক সংগঠন ‘পাঠশালা’।

রোববার (২০ জুন) পাঠশালার রাজশাহী জেলা শাখার পুঠিয়া উপজেলা স্কুলে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান বাবু, স্থানীয় টিম সদস্য মো. শাকিল ও সারোয়ার জাহান রিজভী।

পাঠশালা আয়োজিত ‘ইফেক্টিভ লিডারশিপ ওয়ার্কশপ’-এর রেজিস্ট্রেশন ফি থেকে এই শিক্ষাসামগ্রী বিতরণ করে সংগঠনটি। কর্মশালাটি গত ১৫ জুন রাতে অনলাইন মাধ্যমে হয়।

এবাদুল ইসলাম বলেন, ‘পাঠশালা আয়োজিত কর্মশালার ফি থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঠশালা শুরু থেকেই কাজ করছে। সবার সহযোগিতায় আগামী দিনগুলোতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করবে পাঠশালা।’

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। পোর্টালটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবাদুল ইসলাম বলেন, ‘রাইজিংবিডি সবসময় তরুণদের কার্যক্রম, উদ্যোগ, সাফল্যের ঘটনা তুলে ধরে। এতে তরুণরা অনুপ্রাণিত হয়। পাঠশালার আগামী আয়োজনেও রাইজিংবিডি পাশে থাকবে, এই প্রত্যাশা করি।’ 

ফাহিম/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়