ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অশ্বত্থ আমার বাবা

সাজেদুর আবেদীন শান্ত  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২০ জুন ২০২১   আপডেট: ১৭:২৪, ২০ জুন ২০২১
অশ্বত্থ আমার বাবা

অশ্বত্থ আমার বাবা

আমি ভয় পাই না ।
আমি পথচলতে থাকি নিভৃতে !
ভয় কি জিনিস আমি বুঝি না,
হাঁটতে হাঁটতে অশ্বত্থের নিচে এসে দাড়াই!
দেখি একটা চড়ুই বসে আছে। 
আমাকে ডেকে বলছে,
তোমার মতো আমিও ভয় পাই না।
বললাম কেনো?
সে বললো আমার এই অশ্বত্থ গাছ বাবা আছে।

আমি চড়ুইয়ের কথা বুঝলাম না!
চলে এলাম অশ্বত্থের নিচ থেকে।

আজ আমি ভয় পাই!
খুব ভয় পাচ্ছি!
পা মেপে মেপে ফেলছি মাটিতে!
গিয়ে বসলাম সেই অশ্বত্থ গাছের ছায়ায়।
চড়ুইটি আবার বলছে, ‘ভয় পাও’?
আমি বলছি , ‘হ্যা’।
"প্রচন্ড ভয় পাই"
চড়ুই বলছে, ‌‌‘কেনো?’
আমি বললাম ,"আমার বাবা নাই"

আমি আজ ঠিকই চড়ুইয়ের কথার মানে বুঝেছি!
আমি আজই বাবা নামক অশ্বত্থ গাছটাকে চিনেছি।

কবি: সোনাতলা, বগুড়া

/মাহি/ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়