ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাককানইবি শিক্ষকের গল্প অবলম্বনে ‘আনোয়ারা মনোয়ারা’

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৫:০৫, ৪ জুলাই ২০২১
জাককানইবি শিক্ষকের গল্প অবলম্বনে ‘আনোয়ারা মনোয়ারা’

পরিত্যক্ত রেল বগিতে বসবাসরত মা-মেয়ে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক ড. মেহেদী উল্লাহর গল্প অবলম্বনে 'আনোয়ারা মনোয়ারা' নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। 

ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক মনোজ কুমার প্রামাণিক। ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি। শুটিং হয়েছে কমলাপুর রেল স্টেশনে।

বেসরকারি টেলিভিশন দীপ্ততে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে। ১৮ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইকবাল হাসান খান (সুস্ময়)। এতে অভিনয় করেছেন শাহনাজ খুশি ও তাসনুভা তিশা। 

গল্প প্রসঙ্গে মেহেদী বলেন, আমার বদল গল্প অবলম্বনে ‌‌আনোয়ারা মনোয়ারা নির্মিত হয়েছে। একটি পরিত্যক্ত রেল বগিতে বসবাসরত মা ও মেয়ের গল্প এটি। হঠাৎ অন্ধ মেয়ের জীবনে ঘটতে থাকে রহস্যময় ঘটনা। কিছু বুঝে ওঠার আগে মাও জড়িয়ে পড়েন। আশাকরি দর্শকদের ভালো লাগবে গল্পটি।

অভিনেতা মনোজ কুমার বলেন, ইতোমধ্যেই চলচ্চিত্রের ৪২ সেকেন্ডের একটি প্রমো সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে।

এছাড়াও চলচ্চিত্রের প্রযোজক হিসেবে রয়েছেন শাহরিয়ার শাকিল, প্রযোজনা আলফা-আই। বাস্তবায়ন করেছে মনপাচিত্র।

ফাহাদ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়