ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভলান্টিয়ার সামিট হচ্ছে ৩০-৩১ জুলাই

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৪ জুলাই ২০২১   আপডেট: ১৩:৫০, ১৪ জুলাই ২০২১
ভলান্টিয়ার সামিট হচ্ছে ৩০-৩১ জুলাই

প্রথমবারের মতো ‘ভলান্টিয়ার সামিট-২০২১’ আয়োজন করেছে তারুণ্যনির্ভর সংগঠন ‘পাঠশালা’। দুই দিনব্যাপী এই সামিট আগামী ৩০ জুলাই এবং ৩১ জুলাই অনলাইনে হবে।

বুধবার (১৪ জুলাই) আয়োজকরা এই সামিটের বিষয়ে জানান। রেজিস্ট্রেশন গত ১০ জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। ইভেন্টের প্রাপ্ত অর্থ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে।

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

আয়োজকরা জানান, সামিটে রেজিষ্ট্রেশনের পর ভলান্টিয়ারদের কাজের ছবি পোস্ট করে ক্যাপশনে ভলান্টিয়ারিংয়ের অভিজ্ঞতা এবং পরিচয় লিখে পাঠশালার অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। পোস্টের ক্যাপশনে #VolunteerSummit2021 এবং #pathshala লিখতে হবে।

আয়োজকরা আরও জানান, ভলান্টিয়ারদের গল্প এবং ছবি পাঠশালার ওয়েবসাইট এবং পেজে প্রকাশ করা হবে। সেরা ৫ জনকে পাঠশালা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১ দেওয়া হবে। রেজিস্ট্রেশনকৃতদের মধ্য থেকে সেরা ৫ জনকে নির্বাচিত করা হবে এবং অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।

সামিটের রেজিস্ট্রেশন লিংক- https://pathshalabd.org/volunteer-summit/

ফাহিম/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়