ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চকরিয়ায় মিলবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার 

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৯ জুলাই ২০২১  
চকরিয়ায় মিলবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার 

‌‘টান দিলেই মাস্ক, চাপ দিলেই স্যানিটাইজার’ এই শিরোনামে করোনা থেকে সাধারণ জনগণকে সুরক্ষায় ‘সুরক্ষা বুথ’ স্থাপন করা হয়েছে।  

রোববার (১৮ জুলাই) ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়া থানায় এই বুথ স্থাপন করা হয়। 

বুথ উদ্বোধন করেন চকরিয়া পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যোবায়ের। ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাগীব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের আহবায়ক সাকিব বিন সোয়েব। চকরিয়া ইউনিটের আহবায়ক ইব্রাহীম খলিল সালমানসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।

তফিকুল আলম বলেন, ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের এই ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানাই। থানায় আগত আইনি সেবা নিতে আসা জনগণের জন্য এটা স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণরা আরও ভালো কাজ করবে বলে আশাকরি।
 
রাগীব আহসান বলেন, আমরা এর আগেও চকরিয়া উপজেলায় এমন কার্যক্রম চালিয়েছি। এবার চকরিয়া থানায় করলাম। পরবর্তী সময়ে কক্সবাজার জেলার সব উপজেলায় আমরা এমন কার্যক্রম শুরু করবো। আমাদের সঙ্গে থাকার জন্য বিভিন্ন পেশার তরুণ ও শিক্ষার্থীদের ধন্যবাদ।

রাগীব/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়