ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাককানইবির ২ শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় 

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:২৭, ১৩ অক্টোবর ২০২১
জাককানইবির ২ শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় 

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুই শিক্ষক।

সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এ স্থান পেয়েছেন তারা। 

তালিকায় জাককানইবি গবেষকদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। বাংলাদেশের গবেষকদের মধ্যে তিনি ১৩৬০তম। কাজ করেছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে। 

অন্যজন হলেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খাঁন। তিনি বাংলাদেশের গবেষকদের মধ্যে ১৫১তম। কাজ করেছেন মেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স নিয়ে। 

আরও পড়ুন-যবিপ্রবির ২৫ শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় 

র‍্যাংকিংয়ে ১২ ক্যাটাগরিতে বিশ্বের ২০৬ দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ গবেষক স্থান পেয়েছেন। 

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

ফাহাদ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়