ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাবির হলে থাকতে পারবেন না ভর্তি পরীক্ষার্থীরা 

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৫৭, ১৭ অক্টোবর ২০২১
জাবির হলে থাকতে পারবেন না ভর্তি পরীক্ষার্থীরা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। এ বছর পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো হলেই থাকতে পারবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবর রহমান। 

রোববার (১৭ অক্টোবর) বিকালে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন৷ 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ বছর আমরা কোনো পরীক্ষার্থীকে হলে অবস্থান করতে দেবো না। আমাদের শিক্ষার্থীদের আত্মীয়স্বজন বা পরিচিত কাউকেই এ বছর হলে রাখা যাবে না। আমার ধারণা ছিল এবার শিক্ষার্থীদের থেকেই এমন দাবি আসবে, যাতে পরীক্ষার্থীদের হলে ওঠানো না হয়। কারণ সারাদেশ থেকে আসা পরীক্ষার্থীদের যদি আমরা হলে রাখি, তবে করোনা সংক্রমণ ব্যাপকহারে বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সংক্রমণ বাড়লে বিশ্ববিদ্যালয় বন্ধের সম্ভাবনা তৈরি হতে পারে।’

পরীক্ষার্থীরা কোথায় থাকবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে আসবেন এবং তাদের সুবিধামতো বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকার ব্যবস্থা করবেন।  হলে থাকা যাবে না। আগে দেখেছি, পরীক্ষার্থীরা ক্যান্টিন, ডাইনিংয়ে ভিড় করেছেন, এমন সুযোগ এবার দেওয়া উচিৎ হবে না।’

উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর চলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এ বছর পরীক্ষায় ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৬৩ জন শিক্ষার্থী লড়বেন।

তাজ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়