ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাকৃবিতে শেখ রাসেল দিবস পালন 

আতিকুর রহমান, বাকৃবি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৮ অক্টোবর ২০২১  
বাকৃবিতে শেখ রাসেল দিবস পালন 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে ‘শেখ রাসেল দিবস-২০২১’ উদযাপন করা হয়েছে। 

সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জানা যায়, সকাল ৬টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন, সকাল ৯টায় শেখ রাসেল স্মৃতি বিজরিত ব্যানার প্রদর্শন, দুপুরে বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনাসহ সন্ধ্যায় জাতীয় পতাকা নামানো ও অনলাইনে এ বিষয়ে আলোচনা সভা রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব স্কুল-কলেজে দেয়ালিকা প্রকাশ করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। 

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহিরউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসসহ হলগুলোর প্রভোস্ট, ডিন কাউন্সিলের সদস্য ও অন্য শিক্ষক-শিক্ষার্থীরা।

আতিকুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়