ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্টার ডিপার্টমেন্ট ফটো এক্সিবিশনে ৫ জন বিজয়ী

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:০০, ২৯ অক্টোবর ২০২১
ইন্টার ডিপার্টমেন্ট ফটো এক্সিবিশনে ৫ জন বিজয়ী

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের (ইউএপি) ‘ল’ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ইন্টার ডিপার্টমেন্ট ফটো এক্সিবিশনের ফলাফল ঘোষণা করা হয়েছে। অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রোববার (১৭ অক্টোবর) এই ফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইংলিশ বিভাগের ফাবিয়া আক্তার, দ্বিতীয় হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোয়াজ্জিন আহমেদ সম্রাট, তৃতীয় হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ তাসনিমুল আরসাদ রাফিউ। বিশেষ পুরস্কার পেয়েছেন ফার্মাসি বিভাগের হাসান জাহান খান এবং আইন ও মানবাধিকার বিভাগের আব্দুল্লা আল লিমন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ছাত্র কল্যাণ অধিদফতরের পরিচালক এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী, আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং ক্লাব কনভেনার নাজিয়া ওয়াহাব ও ক্লাব প্রেসিডেন্ট শাহরিয়ার ইসলাম শোভন।

প্রতিযোগিতার বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন। 

প্রথম হওয়া ফাবিয়া আক্তারের ছবি
দ্বিতীয় স্থান লাভ করেন মোয়াজ্জিন আহমেদ সম্রাট

তৃতীয় মোহাম্মদ তাসনিমুল আরসাদ রাফিউ’র ছবি

বিশেষ পুরস্কার পেয়েছে হাসান জাহান খানের তোলা ছবি

বিশেষ পুরস্কার পেয়েছেন আব্দুল্লা আল লিমনের এই ছবিটিও

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়