Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাককানইবিতে মানববন্ধন  

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৯ অক্টোবর ২০২১  
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাককানইবিতে মানববন্ধন  

অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন ও মৌন মিছিল করেন। 

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করেছিলেন। যেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান এসব পরিচয়ের চেয়েও বড় আমরা মানুষ। আমরা সনাতনী ধর্মাবলম্বী যারা আছি, তারা ১৯৪৭ এর দেশ ভাগের সময় দেশ ত্যাগ করিনি, মুক্তিযুদ্ধের সময়ও দেশ ছেড়ে যাইনি। তার অর্থ এই যে, আমরা এই দেশেই থাকতে চাই। তাহলে কেন আমাদের সঙ্গে এমনটা হচ্ছে। কেনই বা আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, আমরা ধর্মের মূল বিষয়টা না জেনেই নানা রকম সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ছি এবং নির্যাতন করছি, নির্যাতিত হচ্ছি। স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষভাবে বাঁচার ও মিলে মিশে থাকার কথা ছিল। কিন্তু তা আজ বিনষ্ট হয়েছে। কুমিল্লার একটা ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন জায়গায় ঘটা দাঙ্গার সুষ্ঠু বিচার চাই।

ফাহাদ/মাহি  

সর্বশেষ

পাঠকপ্রিয়