ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জাবিতে শান্তির শোভাযাত্রা

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৯ অক্টোবর ২০২১  
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জাবিতে শান্তির শোভাযাত্রা

সারাদেশে মতো সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন রেজিস্ট্রার ও মুরাদ চত্বর ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল শেষে ছাত্রলীগ কর্মীরা বলেন, সারাদেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। আমাদের একত্রিত হয়ে মৌলবাদী শক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে।

জাবি ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সম্পাদক আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বসবাস করে। যারা বাঙালি স্বত্তাকে ধারণ করে, তারা কখনো অন্য ধর্মের অনুষ্ঠানে হামলা করতে পারে না। যারা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে চাচ্ছে, তাদের শক্ত হাতে রুখে দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী আকলিমা আক্তার এশা, মাহবুবুল হক রাফা, নিলাদ্রী শেখর মজুমদার, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি, আহমেদ আরিফ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ। এছাড়া মিছিলে বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলের দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

তাজ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়