ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিতুমীর কলেজে সশরীরে ক্লাস শুরু ২৪ অক্টোবর

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২১ অক্টোবর ২০২১  
তিতুমীর কলেজে সশরীরে ক্লাস শুরু ২৪ অক্টোবর

দীর্ঘ ১৯ মাস পর চলতি অক্টোবরেই শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজে সশরীরে ক্লাস। ইতোমধ্যে ২৪ অক্টোবর থেকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সশরীরে ক্লাস নিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ২৪ অক্টোবর থেকে সশরীরে সব বর্ষের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস নিতে হবে এবং প্রতিটি বিভাগ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নিতে অনুমতি দেবে। অনলাইনেও ক্লাস চলমান থাকবে।

উল্লেখ্য, গত বছর ১৭ মার্চ করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সাত কলেজের ক্লাসও বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ক্লাস হবে শুনে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা।

সরকারি তিতুমীর কলেজ/বিনায়েক/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়