ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলেছে ক্যাম্পাস ফিরেছে প্রাণ

বাঙলা কলেজ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:৩২, ২৫ অক্টোবর ২০২১
খুলেছে ক্যাম্পাস ফিরেছে প্রাণ

রাজধানীর সরকারি বাঙলা কলেজে অনেকদিন পর উৎসবের আমেজ। করোনার অভিঘাত পেরিয়ে প্রায় দেড় বছরেরও বেশি সময় পর ক‌্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীদের কলরব। কারণ একটাই, সশরীরে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীদের এই আগমনে যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো ক্যাম্পাস।

কলেজের ১৯টি বিভাগ সশরীরে ক্লাস-পরীক্ষার আয়োজন করেছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন জানান দেয়, কতটা আবেগতাড়িত তারা। অনেকদিন পর দেখা, সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরছে। এ খুশির যেনো সীমা নেই। 

কলেজের শহীদ মিনার, ফারুক চত্বর, ছাতিম তলা ও লাভ রোডে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

জিজ্ঞেস করতেই অনুভূতির ঝাঁপি খুলে দেন মৃত্তিকা বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন। বলেন, করোনার কারণে দীর্ঘদিন পর ক্যাম্পাসে। অনুভূতি ব্যক্ত করে বুঝানোর মতো নয়। অনার্সের শেষ পর্যায়ে চলে এলেও মনে হচ্ছে এই তো শুরু। ক‌্যাম্পাসে প্রাণভরে নিশ্বাস নেওয়ার স্বাদই অন‌্যরকম।

এদিকে, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন এদিন বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এর আগে সকালে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে কলেজ প্রশাসন। 

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়