ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিশির জানান দিচ্ছে ঢাকা কলেজে শীত

রায়হান হোসেন, ঢাকা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:২৯, ২৭ নভেম্বর ২০২১
শিশির জানান দিচ্ছে ঢাকা কলেজে শীত

প্রকৃতির সবুজ গালিচায় শিশিরে শিশিরে জমা হওয়া মুক্তার দানা, কুয়াশায় ভেজা মেঠো পথে হেঁটে যাওয়া, খেজুরের রসের সঙ্গে পিঠাপুলি খাওয়া কিংবা মিষ্টি রোদের স্নিগ্ধ আলোয় উষ্ণতার পরশ খুঁজে পাওয়ার মতো অসাধারণ অনুভূতি, অসম্ভব ভালো লাগা গ্রামের প্রকৃতির মধ্যে পাওয়া যায়।

ইট-পাথরে ঘেরা ঢাকার যান্ত্রিক জীবনে কখন শীত আসে আর কখন চলে যায় তা শহরবাসী খুব একটা টের পান না। তবে রাজধানীর বুকে ১৮ একরের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঢাকা কলেজে শীতের স্বাদ পাওয়া শুরু হয়েছে।

এই ক্যাম্পাসে রয়েছে একটি সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ। যেখানে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় দ্বিধাহীনভাবে। গাছপালা, পুকুর এবং খেলার মাঠ, ফুলের বাগান, টেনিস গ্রাউন্ড, বকুল চত্বর, বিজয় চত্বরসহ প্রাণ প্রকৃতির অভয়ারণ্যের নিরাপদ আশ্রয়স্থল ঢাকা কলেজ। এছাড়াও এখানে মাঝেমধ্যে বানরেরও দেখা মেলে।

প্রকৃতিতে শীতের আমেজ মাত্র লাগতে শুরু করেছে। তবে দেশের উত্তরাঞ্চলে এখন শীতের আমেজ বিরাজ করছে। পাতাঝরা বৃক্ষেও লেগেছে তার ছোঁয়া। বাংলা ভাষায় প্রবাদ রয়েছে-ঊনো বর্ষায় দুনো শীত। অর্থাৎ, যে বছর বৃষ্টিপাত কম হয়, সে বছর শীতের প্রকোপ বেশি হয়।

ঢাকা কলেজে শীতের আগমনের জানান দেয় যখন গোধূলীর সোনালি সূর্য অস্ত যাওয়ার আগেই ঘন কুয়াশার চাদরে আকড়ে ধরা প্রকৃতির দিকে তাকালে। তখন ক্যাম্পাসের আবাসিক ছাত্ররা শীতের গরম কাপড়ে রাজ্জাক মামার দোকানে চায়ের কাপে চুমুকের সাথে আড্ডা দেওয়া দেখে।

শীতের পিঠা নিয়ে উত্তর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী রিয়াদ হোসেন রাইজিংবিডিকে বলেন, আমার বাসা পঞ্চগড়ে। কলেজ বন্ধ না হলে বাসায় যাওয়া সম্ভব হয় না। তাই আমরা যারা পরিবারের সবাইকে রেখে এই ক্যাম্পাসে থাকি, মায়ের হাতের শীতের পুলি পিঠা খাওয়ার ভাগ্যটা হয়ে ওঠে না। তাই কলেজের গেটের সামনে মামাদের ১০ টাকার ভাপা পিঠা খেয়েই শীতের স্বাদ মেটাই। যার মানে দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি।

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়