ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে তিতুমীর কলেজে র‌্যালি 

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৭ নভেম্বর ২০২১  
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে তিতুমীর কলেজে র‌্যালি 

‘সুস্থ সুন্দর পরিবেশের জন্য, তিতুমীর কলেজ রাখি পরিচ্ছন্ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতামূলক র‌্যালি হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে এই র‌্যালি হয়। এতে অংশ নেন তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা। আরও ছিলেন কলেজের ২৩তম শিক্ষক পরিষদের সম্পাদক মো. আসাদুজ্জামান, ২২তম শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল উদ্দিন হায়দারসহ বিভাগীয় প্রধানরা।

এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহামুদুল হক জুয়েল মোড়ল, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ আরও অনেকে।

র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আসাদুজ্জামান, সব বিভাগীয় প্রধান শিক্ষক ও শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা বলেন, ক্যাম্পাসকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। সুন্দর পোশাক পরা, ভালো খাবার খাওয়া যেমন জরুরি, তেমনি সুন্দর পরিবেশ রাখাও জরুরি। ক্যাম্পাসকে সুন্দর রাখা প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থীর দায়িত্ব।’

বিনায়েক/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়