ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সমাবর্তন উপলক্ষে ইউল্যাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলন

ক্যাম্পাস ডেস্ক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৭ নভেম্বর ২০২১   আপডেট: ২২:৪৫, ২৭ নভেম্বর ২০২১
সমাবর্তন উপলক্ষে ইউল্যাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলন

৬ষ্ঠ সমাবর্তন উপলক্ষে শনিবার (২৭ নভেম্বর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এ (ইউল্যাব) অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল সংবাদ সম্মেলন।  

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), হেড অব পাবলিক রিলেশন্স হাসিম রনি৷ এ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন, ‘করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পেরেছে। এজন্য ভার্চুয়ালি আয়োজিত এমন সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ইতিবাচকভাবেই গ্রহণ করেছে।’

উল্লেখ্য, সোমবার (২৯ নভেম্বর) ভার্চুয়ালি কনভোকেশনটি অনুষ্ঠিত হবে। এতে ৭৫৪ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন।  

অনলাইন এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তনে আরও থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

ঢাকা/ সিনথিয়া

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়