ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধামইরহাটে ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’ 

অরিন্দম মাহমুদ ধামইরহাট, নওগাঁ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:২২, ১ ডিসেম্বর ২০২১
ধামইরহাটে ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’ 

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)

নওগাঁর ধামইরহাট উপজেলাকে আলোকিত করছে ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)’ নামে নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আমাইতাড়া বাজারের দক্ষিণ পাশে আধুনিক ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

ইতোমধ্যে প্রতিষ্ঠানের অবকাঠামো তৈরির কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী নতুন বছর থেকে এ প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম হবে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হবে স্বপ্নের ক্যাম্পাস।

জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) উদ্যোগে মেসার্স জে. ই-এস. এ-জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান ২০১৯ সালের ২১ জানুয়ারি ইনস্টিটিউটের অবকাঠামো তৈরির কাজ শুরু করে। ২৪ মাসের মাথায় প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে মোট ৫ একর জমির উপরে দৃষ্টিনন্দন স্থাপনাটি তৈরি করে তারা।

৫ তলা ভীতের ৪ তলাবিশিষ্ঠ একটি প্রশাসনিক ও একাডেমিক ভবন রয়েছে। একই ভবনে ২২৮ আসন বিশিষ্ট পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের জন্য ২টি হোস্টেল, ২টি ইউনিট বিশিষ্ঠ কনসালটেন্ট কোয়ার্টার, ৬ ইউনিট বিশিষ্ট কর্মচারীদের কোয়ার্টার, ১টি বৈদ্যুতিক সাব স্টেশন ও গ্যারেজ কাম ড্রাইভার ও গার্ড রুম রয়েছে। বাউন্ডারি দেয়াল তৈরির কাজও সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের সব কাজ শেষ হয়েছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, ‘আগামী নতুন বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মেডিক্যাল টার্ম সম্পৃক্ত রেডিওলজি, ফার্মেসিসহ মেডিক্যাল টেকনোলজি সর্ম্পকিত বিষয়ে পাঠদান শুরু করা হবে।’

সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় শিক্ষার মান উন্নয়নে আমাদের উপজেলায় এমন দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান উপহার পেয়েছি। আশা করছি আগামী দিনে এখান থেকে সুশিক্ষা পাবে এলাকার শিক্ষার্থীরা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় বলেন, ‘আধুনিক ও দৃষ্টিনন্দন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত। মেডিক্যাল, টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মধ্য দিয়ে উত্তরবঙ্গসহ সারাদেশে ধামইরহাটের পরিচয় বৃদ্ধি পাবে।’

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়