ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চবি গ্রন্থাগারের প্রতিবন্ধী কর্নারে বিএসআরএম`র ল্যাবসামগ্রী 

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৫ ডিসেম্বর ২০২১  
চবি গ্রন্থাগারের প্রতিবন্ধী কর্নারে বিএসআরএম`র ল্যাবসামগ্রী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রতিবন্ধী কর্নারের জন্য বিভিন্ন ল্যাবসামগ্রী উপহার দিয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে ল্যাবসামগ্রী হস্তান্তর করা হয়।

বিএসআরএম স্টিলস লিমিটেডের পক্ষে ল্যাবসামগ্রী হস্তান্তর করেন বিএসআরএম'র হেড অব সিএসআর তরিখুল কবির। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক কেএম মাহফুজুল হকসহ গ্রন্থাগারের অন্য কর্মকর্তারা।

জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টার থেকে ১৪টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনার পর দ্রুত ক্ষতি পুষিয়ে নিয়ে ল্যাব পুনরায় সচল করার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবিষয়ে চবির প্রতিবন্ধী ছাত্র সমাজ সংগঠনের সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, প্রতিবন্ধী কর্নার থেকে জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ল্যাব সচল করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, এজন্য ধন্যবাদ জানাই। 

তরিখুল কবির বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড হাতে নিয়ে থাকি। এরই অংশ হিসেবে চবি প্রতিবন্ধী কর্নারে ল্যাবসামগ্রী দিয়েছি। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন গ্রন্থাগারের প্রতিবন্ধী কর্নার থেকে কিছু ল্যাবসামগ্রী চুরি হয়েছিল। ল্যাব পুনরায় সচল করতে এসব বিএসআরএম আমাদের উপহার দিয়েছে।

মাহবুব/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়