ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে জাককানইবি  

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৮ ডিসেম্বর ২০২১  
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে জাককানইবি  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিবশতবর্ষ ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে চলছে সাংস্কৃতিক পর্বের মহড়া। গান, নাচের মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিতে নিজেদের প্রস্তুত করে নিতেই চলছে এ মহড়া পর্ব।

বিজয় দিবসের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে সংগীত বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংশ্লিষ্ট পরিবেশনা ছাড়াও থাকবে কনসার্ট (যন্ত্রসংগীত)। প্রস্তুতিপর্বে শিক্ষার্থীরা অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।

শিক্ষার্থীরা বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে সুন্দর পরিবেশনা উপহার দিতে আমরা সম্মিলিতভাবে অনুশীলন করছি।

এবিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. জাহিদুল কবির বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আসন্ন বিজয় দিবস, মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত বিভাগের পরিবেশনার প্রস্তুতি চলছে। শিক্ষার্থীরা অনুশীলনে স্বতঃস্ফুর্তভাবে অংশ নিচ্ছেন। আশা করি আমরা সুন্দর ও সাবলিল পরিবেশনা উপহার দিতে পারবো।’ 

এছাড়াও আয়োজনটি স্বার্থক করার জন্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।

ফাহাদ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়