ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শামীমা সীমার মানবিক থার্টি ফার্স্ট নাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:৩২, ১ জানুয়ারি ২০২২
শামীমা সীমার মানবিক থার্টি ফার্স্ট নাইট

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছিলেন একজন শামীমা সীমা। তিনি গভীর রাতে ছুটেছেন অসহায়দের কাছে। যারা এই তীব্র শীতে একটি শীতবস্ত্রের অভাবে ফুটপাতে মানবেতন রাত কাটাচ্ছেন। বছরের শেষের রাতে সেই অসহায়দের শীতবস্ত্র দিয়ে মুখে হাসি ফুটিয়েছেন তিনি। 

শামীমা সীমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ছাত্রলীগ নেত্রী। রাজনৈতিক অবস্থান থেকে তিনি সবার পরিচিত মুখ। মুক্তিযুদ্ধ মঞ্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই সাধারণ সম্পাদক ক্যাম্পাস এলাকা, হাটহাজারী এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে খোলা আকাশের নিচে ফুটপাতে বসবাসকারী অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। কাউকে দেন কম্বল, কাউকে সুয়েটার কিংবা চাদর। 

তিনি বলেন, ‘শীতার্ত মানুষের সাথে আমার দিনটি কেটেছে। নতুন বছর ঘিরে অনেকের অনেক পরিকল্পনা থাকে। কিন্তু আমি দিনটি অন্যভাবে উদযাপন করলাম। শহরের অলিগলিতে গিয়ে সময় কাটিয়েছি অসহায়দের সাথে, শিশুদের সাথে। আর উপহার হিসেবে তাদের শীত থেকে রক্ষার উপকরণ দিয়ে এসেছি। তাদের মুখে যে হাসি আমি দেখেছি, তা আমার ২০২২ এর পাওনা।

রেজাউল/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়