ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মহেলা নূর একাডেমিক স্কুলে বই উৎসব

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:১২, ১ জানুয়ারি ২০২২
মহেলা নূর একাডেমিক স্কুলে বই উৎসব

নূর একাডেমিক স্কুল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামের ‌‘নূর একাডেমিক স্কুল’-এ বই উৎসব পালিত হয়েছে। 

শনিবার (১ জানুয়ারি) স্কুল মাঠে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে উৎসব হয়।  

এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা। সকাল থেকেই কোমলমতি শিক্ষার্থীদের স্কুল মাঠে ছোটাছুটি করতে দেখা যায়।  

সকাল ১০টায় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন স্কুলের শিক্ষকরা। নতুন বইয়ের ঘ্রাণে চোখে-মুখে আনন্দের ছাপ দেখা যায় শিক্ষার্থীদের মুখে। যারা বই পেয়েছে, তাদের মধ্যে অনেকেরই বই কেনার সামর্থ্য নেই। 

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর নবী বলে, ‘আমি সুন্দর বই পাইছি। সবগুলো পড়ে শেষ করবো। ভালো রেজাল্ট করবো। আমার বন্ধুরাও পেয়েছে। আমরা আজ খুশি।’

উৎসবে স্কুলের প্রধান শিক্ষক মোছা. নার্গিস আক্তার বলেন, ‘মহেলা নূর একাডেমিক স্কুল শিক্ষার গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে সজাগ। কোমলমতি শিশুদের জন্য আনন্দময় শিক্ষার এ সুন্দর ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যেতে চাই।’

আরজু/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়