ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:০২, ৬ জানুয়ারি ২০২২
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনিরাপদ যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন হয়। এতে শিক্ষার্থীরা ৬টি দাবি উত্থাপন করেন। 

মানববন্ধনে ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ শিক্ষার্থীদের পক্ষে ৬টি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হচ্ছে- ১. ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে হবে। ২. আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়-ভার প্রশাসনকেই বহন করতে হবে। ৩. ব্যক্তিগত প্রাইভেটকার চলাচলে শৃঙ্খলা আনতে হবে।  ৪. বহিরাগতদের গাড়ি ক্যাম্পাসের বাইরে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। ৫. ঘাতক গাড়ি চালককে আটক করে শাস্তির আওতায় আনতে হবে। ৬. ক্যাম্পাসের রাস্তাগুলোতে গতিরোধক স্পিড ব্রেকার তৈরি করতে হবে। 

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, ক্যাম্পাসে চলাচলে আমাদের রিকশার উপর নির্ভর করতে হয়। আজ যদি ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা থাকতো, পথে গতিরোধক থাকতো, তাহলে আমার সহপাঠী হাসপাতালের বিছানায় থাকতো না। এর দায় প্রশাসন এড়াতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আশাকরি প্রশাসন এর একটি সুষ্ঠু বিহিত করবে।

৪৬ ব্যাচের আরেক শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের গাফিলতির কারণে বহিরাগতরা ক্যাম্পাসে অবাধে অনিরাপদ যানবাহন পরিচালনা করছে। এতে শিক্ষার্থীরা পড়ছে চরম বিপদে। কিছু দিন আগে ৪৬ ব্যাচের এক শিক্ষার্থী অটোরিকশায় দুর্ঘটনার শিকার হয়, আজ ৪৭ ব্যাচের আরেক বোন আহত হয়েছে। এভাবে তো আর চলতে পারে না। প্রশাসনকে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবিগুলো মেনে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। 

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূজা মজুমদার ক্যাম্পাসে অটোরিকশায় দুর্ঘটনার শিকার হয়ে সাভার এনাম মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

ইমন/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়