ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চবির ইয়ং ইকোনমিক্স সোসাইটির নেতৃত্বে যারা 

জাকারিয়া মোহাম্মদ, চবি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৬ জানুয়ারি ২০২২  
চবির ইয়ং ইকোনমিক্স সোসাইটির নেতৃত্বে যারা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইয়ং ইকোনমিক্স সোসাইটি (ইয়েস)’র সভাপতি হয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কমল গোমস্তা অনিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন অদিতি চৌধুরী। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংগঠন সূত্রে এতথ্য জানা যায়।  এর আগে মঙ্গলবার এই কমিটি ঘোষণা করা হয়।

বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি মিশুক রায়। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।  

এসময় প্রধান অতিথি ছিলেন চবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোদাব্বের আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তারেকুল হাসান চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ নাঈম হাসান চৌধুরী।  
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্র সংগঠনকে সম্মানসূচক সদস্যপদ প্রদান করে ইয়েস। সংগঠনগুলো হচ্ছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি, প্রতীতি ও তারুণ্যের প্রতীক।

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়