ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‌‘লক্ষ্যে পৌঁছতে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে’

আজাহারুল ইসলাম, ইবি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১১ জানুয়ারি ২০২২  
‌‘লক্ষ্যে পৌঁছতে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে’

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার আড্ডা’ হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই আড্ডা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশন আশিকুর রহমান।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, ড. মুর্শিদ আলম, সাজ্জাদুর রহমান টিটু, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের রিজিওনাল ম্যানেজার হাফিজুর রহমান স্বপন, সংগঠনের সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম মাহী উপস্থিত ছিলেন। এতে টাইটেল স্পন্সর করছিল ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড।

মধ্যাহ্নভোজের পর শিক্ষার্থীদের সাফল্যের গল্প শোনান ৩৫তম বিসিএস ক্যাডার গাজী মিজানুর রহমান এবং কম্ভিভা টেকনোলজিস লিমিটেডের ত্রিদেশীয় কান্ট্রি ম্যানেজার ও ইবির সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান কোমল। আলোচনা শেষে আমন্ত্রিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মিজানুর রহমান বলেন, জীবনে সফল হতে হলে লক্ষ্য থাকতে এবং লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। পিছিয়ে পড়েছেন বলে হতাশ হওয়া যাবে না। যতটুকু পিছিয়ে পড়েছেন, ততটুকু ওভারকাম করে এগিয়ে যেতে হবে।

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়