ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুয়েট ক্লাবের দায়িত্ব হস্তান্তর

ক‌্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৭ জানুয়ারি ২০২২  
চুয়েট ক্লাবের দায়িত্ব হস্তান্তর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন চুয়েট ক্লাবের সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। 

চুয়েট ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক ড. আজাদ হোসেন। সাধারণ সভায় আর্থিক বিবরণী উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা। আরও ছিলেন ক্রীড়া সম্পাদক ড. আবুল হাসান এবং যুগ্ম ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন। 

দুই পর্বে সাজানো অনুষ্ঠানে প্রথম পর্বে সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়। এবার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন অধ্যাপক ড. সানাউল রাব্বী এবং ক্লাব রানারআপ হয়েছেন অধ্যাপক ড. মইনুল ইসলাম।

নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. সাইফুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, অর্থ সম্পাদক মো. আনিসুজ্জামান খাঁন, ক্রীড়া সম্পাদক মো. জিলহাজ উদ্দিন, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. ইয়াসির আরাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি বিশ্বাস এবং নির্বাহী সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার ও মো. জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন।

রাশেদুল/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়