ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইএসইউ টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১৮ জানুয়ারি ২০২২  
আইএসইউ টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ‌্যালয়ের ক্লাব সূত্রে এতথ‌্য জানা যায়।  এর আগে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ক্লাবের যাত্রা শুরু হয়।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতার বহুমাত্রিকতা অর্জন করতে পারবে।

ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া বলেন, এ ধরনের ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের সক্ষমতা যেমন বাড়ায়, তেমনি নেতৃত্বগুণ তৈরি করে। তাই শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা জরুরি। 

রেজিস্ট্রার মো. লুৎফর রহমান বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় টেক্সটাইল ক্লাবের মাধ্যমে সদস্যদের সাংঠনিক দক্ষতা বাড়বে এবং সৃজনশীলতা প্রকাশ পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা রিফাতুর রহমান মিয়াজী, আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরা।

ইয়ামিন/মাহি  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়