ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, টাকা ফেরত পেলেন আঁখি 

সজীবুর রহমান, যবিপ্রবি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:২০, ১৯ জানুয়ারি ২০২২
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, টাকা ফেরত পেলেন আঁখি 

গত ১৭ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি বাতিল করতে আসা একজন শিক্ষার্থীর কাছ থেকে বিনা রিসিটে টাকা নেওয়ার অভিযোগে ওঠে। এর ভিত্তিতে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম একই দিন ‘যবিপ্রবিতে ভর্তি বাতিলে টাকা নেওয়ার অভিযোগ’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

প্রকাশিত নিউজের বিষয়ে বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে জানানো হলে তিনি তৎক্ষণাৎ ভুক্তভোগী ওই শিক্ষার্থীর টাকা ফেরত দেওয়ার আদেশ দেন। সঙ্গে প্রতিটি বিভাগে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোনো বিভাগে ভর্তি বাতিল করার জন্য অতিরিক্ত টাকা না নেওয়ার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে এই বিষয়ে সঠিক তদন্ত করার নির্দেশ দেন।

বুধবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী শিক্ষার্থী আঁখি নিজেই। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীদের ফোন করে বিশ্ববিদ্যালয়ে এসে বিভাগ থেকে টাকা ফেরত নেওয়ার কথা জানানো হয়। টাকা ফেরত পেয়ে অভিযোগ প্রদানকারী শিক্ষার্থী আঁখি রানী রাইজিংবিডিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যবিপ্রবি আমার খুবই প্রিয় ক্যাম্পাস, সেকেন্ড টাইম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় স্বপ্নের টানে এই ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। কিন্তু বিদায়কালে বিভাগ আমার কাছ থেকে বে-আইনিভাবে টাকা নিয়েছিল। টাকা ফেরত পেয়েছি।’  

তিনি আরও বলেন, ‘আমার পাশে থাকার জন্য এবং নিউজ প্রকাশের মাধ্যমে আমার টাকা ফেরত পেতে সহযোগিতার জন্য আমি রাইজিংবিডির প্রতি কৃতজ্ঞ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভালো থাকুক ভালোবাসার যবিপ্রবি, ভালো থাকুক যবিপ্রবির প্রত্যেকটা প্রাণ।’

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়