ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা-ক্লাস স্থগিত 

রবিবা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২২ জানুয়ারি ২০২২  
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা-ক্লাস স্থগিত 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে (রবিবা) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা এবং সশরীরে ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস এবং পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে স্ব্যাস্থবিধি মেনে চালু থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো (স্বাস্থ্য সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, যানবাহন ইত্যাদি) যথারীতি চালু থাকবে। ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না হবে না। শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে হবে। 

গতকাল ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ১৪তম (বিশেষ) একাডেমিক কাউন্সিল সভা (অনলাইন) হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। এই সভায় সিদ্ধান্তগুলো গ্রহীত হয়।

হাবিব/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়