ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইবিতে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ

পল্লব আহমেদ সিয়াম, ইবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৭ জানুয়ারি ২০২২  
ইবিতে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইটি সোসাইটির নতুন সদস্যদের জন্য বেসিক আইটি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। 

আইটি বিষয়ক সক্ষমতা গড়ে তোলার জন্য আগামী ১, ৩ ও ৪ ফেব্রুয়ারি প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে। বিনামূল্যে সবাই যুক্ত হতে পারবেন। নিবন্ধন করতে হবে এই লিংকে

প্রথম দিনে প্রশিক্ষণ দেওয়া হবে কম্পিউটার পরিচিতি, হার্ডওয়্যার, সফটওয়্যার, বেসিক কম্পিউটিং কমান্ড এবং দ্বিতীয় দিনে থাকবে মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট ওয়ার্ড, আপ্যাস, ট্রাবলশুটিং, ইন্টারনেট ব্রাউজিং এবং সমস্যা সমাধান বিষয়ক কর্মশালা।

তৃতীয় দিনে থাকবে প্রশিক্ষণকৃত সব বিষয়ের ওপর পরীক্ষা। সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবে বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির দুজন সদস্য। তারা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল হক চৌধুরী ও একই বিভাগের আবদুল্লাহ আল মাহমুদ।

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়