ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সনাতনধর্মী শিক্ষকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদ

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১১ এপ্রিল ২০২২  
সনাতনধর্মী শিক্ষকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদ

হৃদয় মন্ডল ও আমোদিনী পালসহ সনাতনধর্মী শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার ‘মিথ্যা অভিযোগ’-এর প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনাতনধর্মী শিক্ষক-শিক্ষার্থীরা। 

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে তারা এ প্রতিবাদ জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল ১৫ শতাংশ। বাংলাদেশে যেন হিন্দুরা বাস করতে না পারে, তারা যেন অন্যত্র চলে যায়, সে ব্যবস্থা করছে এদেশের একটি চক্র। ফলে হিন্দু সম্প্রদায় ১৫ শতাংশ থেকে নেমে ৮ শতাংশে চলে এসেছে। সচেতন সমাজকে একত্রিত হয়ে এ কুচক্রী মহলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু হৃদয় মন্ডল নয়, এমনভাবে অনেক দিন ধরেই সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হচ্ছে।’

নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুমনা সরকার বলেন, ‘দুর্গা পূজায় প্রতিমা ভাংচুর করা হচ্ছে। রংপুরে হিন্দু ধর্মাবলম্বীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা একটি স্বাধীন ভূখণ্ডে বাস করি। হৃদয় মন্ডল একজন শিক্ষক, তিনি একজন সনাতন ধর্মাবলম্বী। তার বিরুদ্ধে মিথ্যা মামলা এনে তাকে অত্যাচার করা হয়। আমাদের কেন এ অত্যাচার সহ্য করতে হবে। এ সাম্প্রদায়িক চক্রকে আমাদের নির্মূল করতে হবে।’

গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থী গোপাল রায় বলেন, ‘সভ্যতার সংকটের কারণে আজ এসব ঘটছে। আমাদের সভ্যতা, সংস্কৃতির সংকটে না পড়লে ধর্মের সংকট হবে না। আমরা এতটাই নিচে নেমে গিয়েছি যে, একজন শিক্ষককে সম্মান দিতে জানি না। মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিতে পারছি। আমাদের আরও সভ্য এবং সংস্কৃতিবান হওয়া দরকার।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মনু মোহন বাপ্পার সঞ্চালনায় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাইফুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়