জাবিতে ঈদের ছুটি বাড়লো আরও ৪ দিন
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি বেড়েছে। গত ২৪ মার্চ (রবিবার) ঘোষিত ১৫ দিনের ছুটিতে ঈদের পূর্বে পর্যাপ্ত ছুটি থাকলেও ঈদ পরবর্তী ছুটি কম থাকায় শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ পরিলক্ষিত হয়৷ এরই প্রেক্ষিতে ঈদের পর আরও ৪ দিন ছুটি বাড়িয়ে ১৯ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১ এপ্রিল) অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ এপ্রিল পর্যন্ত অফিস এবং ১৮ এপ্রিল পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
ছুটি বাড়ানোর ব্যাপারে রেজিস্ট্রার আবু হাসান জানান, বিশেষ বিবেচনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিদ্যমান ১৫ দিনের ক্লাস ছুটি ৪ দিন বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত এবং ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের অফিস ছুটি ২ দিন বাড়িয়ে ১৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটি বাড়ানোতে আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, চারদিন ছুটি বাড়ানোই পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে আরও বেশি সময় ঈদের আনন্দ উপভোগ করতে পারবো। আগের ঘোষণা অনুযায়ী ঈদের পরে মাত্র তিনদিন ছুটি ছিল। ক্লাস, পরীক্ষার চাপে এতদিন পর বাড়িতে গিয়ে ঈদের পরের মাত্র তিনদিন ছুটিতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারতাম না। আরও চারদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
/আহসান/মেহেদী/