ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

রাজশাহী কলেজের হোস্টেল থেকে অস্ত্র ও হাতবোমা উদ্ধার

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৫৩, ১৪ আগস্ট ২০২৪
রাজশাহী কলেজের হোস্টেল থেকে অস্ত্র ও হাতবোমা উদ্ধার

রাজশাহী কলেজ হোস্টেল থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও ১০টি হাতবোমা উদ্ধার করেছেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুর দেড়টায় মুসলিম হোস্টেলে অভিযান চালিয়ে এসব উদ্ধা করা হয়।

জানা গেছে, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ভবনের ৬নং কক্ষ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করেন। এ সময় পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, রড, লোহার পাইপ ও মদের খালি বোতল উদ্ধার করেন তারা।

উদ্ধার হওয়া হাতবোমাগুলো বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে মুসলিম হোস্টেলের মাঠে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। এছাড়াও উদ্ধাকৃত দেশীয় অস্ত্রগুলো বোয়ালিয়া থানায় জমা দেওয়া হয়। 

রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের প্রধান তত্ত্বাবধায়ক অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘গতকাল জানতে পারি এফ ব্লকের দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে ১০টি ককটেল রয়েছে। তারপরে আমরা বোয়ালিয়া থানার পুলিশকে জানাই এবং সেনাবাহিনীকেও বিষয়টা জানাই। আজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সব কক্ষগুলো রাজনৈতিক কাজে ব্যবহার হতো, সেগুলোতে ভালোভাবে তল্লাশি চালায়। সেখান থেকে দেশীয় কিছু অস্ত্র পাওয়া যায়। যেমন: রামদা, রড, লাঠিসোটা, হাতবোমা ইত্যাদি ছিল।’

/দুর্জয়/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়