মঙ্গলবার রাবিতে আসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ফাইল ফটো)
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসবেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাবি'র জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
তিনি বলেছেন, আগামীকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসবেন। তিনি হয়ত বেশি সময় থাকবেন না। বিকেলের দিকে স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ হবে, সেটা তিনি উদ্বোধন করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়ামে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে। এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
ফাহিম/রফিক