ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

পাবিপ্রবির প্রক্টর হলেন অধ্যাপক কামরুজ্জামান

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১ অক্টোবর ২০২৪  
পাবিপ্রবির প্রক্টর হলেন অধ্যাপক কামরুজ্জামান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড.কামরুজ্জামান খান।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পাবিপ্রবি প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রক্টরের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী তিনি দায়িত্বভাতা ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

/আতিক/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়