ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুকৃবির উপাচার্য হলেন ড. নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৩০ অক্টোবর ২০২৪  
খুকৃবির উপাচার্য হলেন ড. নাজমুল আহসান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুল আহসান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একইদিন, অপর এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীকে উপাচার্য পদ থেকে অব‌্যহ‌তি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. নাজমুল আহসানের নিয়োগের মেয়াদ হবে উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

অধ্যাপক ড. নাজমুল আহসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নতকোত্তর। পরে স্নাতকোত্তর গবেষণা শেষ করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে।

/নুরুজ্জামান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়