ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ইবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, বিচার দাবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২ নভেম্বর ২০২৪  
ইবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, বিচার দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

ভুক্তোভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মশিউর রহমান। তিনি লালন শাহ্ হলের আবাসিক শিক্ষার্থী। 

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘স্বাধীন দেশে রক্ত কেন?’, ‘মুশিউর হাসপাতালে, সন্ত্রাসী বাহিরে কেন?’, ‘সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চাই’, ‘মুশিউরের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে অবস্থান করেন। 

মশিউরের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ‘মশিউরের উপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচার কাজে কোনো রকম দীর্ঘসূত্রিতা দেখা দিলে বা অল্প সময়ের মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

তারা বলেন, ‘মশিউর পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল। এজন্য মশিউর সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার চিকিৎসা সকল ব্যয়ভার গ্রহণ করতে হবে। এছাড়া আইনি সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে ঝিনাইদহ থানায় অভিযোগ দায়ের করতে হবে।’

এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে টিউশনি থেকে ফেরার পথে ঝিনাইদহের আরাপপুরে মশিউরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/ইদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়