ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

শহিদদের স্মরণে জাবিতে শিশুদের খাবার দিলো ছাত্রদল

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২ নভেম্বর ২০২৪  
শহিদদের স্মরণে জাবিতে শিশুদের খাবার দিলো ছাত্রদল

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচির আয়োজক ছাত্রদল নেতা আবু বকর রাশেদ (রাশু) জানান, জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪২৩ জন শহিদ হয়েছেন। তাদের স্মরণে জাবি শাখা ছাত্রদল সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করেছে। দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে শিশুদের একটি বড় অংশ অবহেলিত, নিষ্পেষিত ও নিপীড়িত। এ দেশের অধিকাংশ পরিবার মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র। পরিবারগুলো ঠিকমতো জীবনযাপন ও প্রয়োজনীয় অর্থ উপার্জনে অক্ষম হওয়ায় শিশুদের চাহিদা পূরণ করতে পারে না। ফলে ক্ষুধা মেটাতে অনেক শিশু নেমে পড়ে রাস্তায়। এছাড়া বিভিন্ন কারণেও শিশুরা রাস্তায় নামতে পারে।

তিনি জানান, এ সব সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে তাদের শিক্ষা সামগ্রী এবং বৃত্তির ব্যবস্থাও করা হবে। এভাবে একদিন ছাত্রদল দেশের সব শ্রেণী-পেশার মানুষের খাদ্যের অভাব দূর করবে এবং সবার মাঝে শিক্ষার আলো পৌঁছে দেবে।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, ছাত্রদল নেতা মো. জোবায়ের হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ইমন, ইমরান, হাসান শাহরিয়ার রমিম, রাজুয়ার হোসাইন, রাকিব, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস, সুমন, রাসেল, জিল্লুর রহমান নেহাল, সাকিব প্রমুখ।

/আহসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়