ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে খুবি শিক্ষার্থীদের সংহতি

খুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৫ নভেম্বর ২০২৪  
ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে খুবি শিক্ষার্থীদের সংহতি

ফিলিস্তিনের স্বাধীনতার দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলের হামলার সমালোচনা করেন তারা।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘মুক্ত করো ফিলিস্তিনকে’, ‘গণহত্যার বিরুদ্ধে জেগে উঠুন’, ‘ফিলিস্তিনের পাশে আছি’সহ নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

১৭তম ব্যাচের শিক্ষার্থী মো. তমিজ উদ্দিন বলেন, ‘ফিলিস্তিনের হাসপাতালগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। তাদের হামলায় নিহতদের একটি বড় অংশ শিশু ও নারী। কিন্তু বিশ্ব বিবেক আজ ঘুমিয়ে রয়েছে। মানবতার ফেরিওয়ালারা পশ্চিমারা আজ কোথায়? এটা অমানবিক। এই অমানবিকতা দেখে নিশ্চুপ থাকার মতো নিষ্ঠুর কিছু হতে পারে না।’

শিক্ষার্থী নূর আমিন মুন্সী বলেন, ‘আমরা দেখেছি, কি নৃশংসভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে। কোনো লাশের অস্তিত্ব তারা রাখেনি। হাজার হাজার লাশ ভবনের নিচে পড়ে আছে। যারা আন্তর্জাতিক আইনের কথা বলে, সে আইন কি আজ ফিলিস্তিনিদের জন্য অন্ধ হয়ে গেছে।’

চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিম তালহা বলেন, ‘আমাদের একটাই দাবি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করতে হবে। মানুষ হিসেবে মানবিকতার দিক থেকে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের কর্তব্য। কিন্তু যারা মানবিকতার কথা বলে, তারা ফিলিস্তিনের অন্যায়কে অন্যায় ভাবে না।’

গত বছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যেখানে নিহতের প্রায় ৬৫ শতাংশ নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন ৭৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

/হাসিব/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়