হুয়াওয়ে এর সহযোগিতায় ইউআইইউতে সোলার ল্যাব উদ্বোধন
ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন ‘হুয়াওয়ে-সিইআর সোলার ল্যাব’ এর উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হুয়াওয়ের অর্থায়নে ইউআইইউতে সোলার ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ ল্যাবের অন্যতম উদ্দেশ্য হলো টেকসই সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। এখানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী হুয়াওয়ে এবং ইউআইইউ এর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) সম্মিলিতভাবে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের আয়োজন করবে।
এ সব প্রশিক্ষণ ও কোর্সের বিষয়বস্তুতে নবায়নযোগ্য শক্তি টেকনোলোজি, গবেষণা, ডিজিটাল শক্তি এবং স্মার্ট এনার্জি সলিউশনের প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এটিই বাংলাদেশে প্রথম ল্যাব, যার অধীনে নবায়নযোগ্য শক্তি সংরক্ষণের সুযোগ থাকবে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে ‘ফিউচার পাওয়ার সিস্টেম’ বিষয়ক এ সেমিনারের আয়োজন করা হয়। ইউআইইউ এর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) এবং হুয়াওয়ে যৌথভাবে এ অনুষ্ঠানের সহযোগিতা করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালিন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক এম রিজওয়ান খান, হুয়াওয়ে টেকনোলজি লিমিটেডের সিইও প্যান জুনফেং। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
সেমিনারে প্রধান অতিথি ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বর্তমানে কেউ পিছিয়ে থাকতে চায় না, সবাই র্স্মাটলি কাজ করতে চায়। সেজন্যে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি বর্তমান সময়ের জ্বালানি ব্যবস্থায় ২০ শতাংশ ব্যয় কমাতে সহায়তা করছে। এ ল্যাব দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ইয়াও ওয়েন বলেন, ‘ইউআইইউতে ইএসএস সিস্টেমসহ প্রথম সৌর ল্যাব উদ্বোধনের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি সেক্টরে তরুণদের ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ ল্যাব চীন এব বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ও সম্পর্কের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে।
/মেহেদী/