ঢাকা     মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

রাবিতে শিমুল হত্যা: রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২৫ জানুয়ারি ২০২৫  
রাবিতে শিমুল হত্যা: রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জানুয়ারি) রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনের ভবনে সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিমুল হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে, তদন্তের অগ্রগতি নেই। এখনো মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হয়নি।”

শিক্ষার্থীরা আরো বলেন, “এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো শিক্ষার্থী সমাজকে শোকাহত করেছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।”

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “আমরা রাজশাহী কলেজের সব শিক্ষার্থী প্রতিবাদ জানাই। আমরা আন্দোলনের ডাক দিয়েছি, এখন প্রতিদিন চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেনো বাস জিরো পয়েন্ট, মণি চত্ত্বর, রাজশাহী কলেজ পার হতে দেব না। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে।” 

ঢাকা/ফারজানা/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়