ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান রাকসু প্রার্থীর

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:১৮, ১১ অক্টোবর ২০২৫
নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান রাকসু প্রার্থীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি আসন্ন রাকসু নির্বাচনের কার্যনির্বাহী সদস্য প্রার্থী।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।

আরো পড়ুন:

এ সময় তিনি বলেন, “আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় লিফলেট ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামী সোমবার (১৩ অক্টোবর) ৭২ ব্যাচের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। এই পরিচ্ছন্নতা অভিযান শুধু যে নির্বাচন উপলক্ষে তাই নয়, এইটা একটা প্রতীকি পরিচ্ছন্নতা অভিযান।”

তিনি আরো বলেন, “আমরা নির্বাচন পরবর্তী সময়েও ক্যাম্পাসে যেকোনো স্বচ্ছতায় এনার্জিটিক থাকব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় যত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন আছে সবাইকে বিনীত অনুরোধ করব, নির্বাচনের পরদিন থেকেও যেন আমরা এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান করতে পারি “

“আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে পরিচিত। আগামীতেও আমাদের সেই ধারা অব্যাহত থাকবে,” যোগ করেন আরিফুল।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়