ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরশুরামের ভারত সীমান্তে মিললো ২ ভাইয়ের মরদেহ

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১৮ অক্টোবর ২০২০  
পরশুরামের ভারত সীমান্তে মিললো ২ ভাইয়ের মরদেহ

পরশুরামের ভারত সীমান্তের মাত্র ১৫-২০ ফুট ভেতরে পড়ে আছে দুই বাংলাদেশি ভাইয়ের মরদেহ।

রোববার (১৮ অক্টোবর)  ভোরে ওই দুইজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— পরশুরাম পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮) ও স্বপন (২৪)।

স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন জানান, সীমান্তের ওপারে হওয়াতে দুই ভাইয়ের মরদেহ এখনো কেউ উদ্ধার করেননি।  মরদেহের পাশে একটা ছাতা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে  তারা কীভাবে মারা গেছে তা সঠিক বলা করা যাচ্ছে না।

ওসি শওকত হোসেন জানান,  দুইজনের মরদেহ পড়ে থাকার বিষয়টি শুনেছি। এ বিষয়ে ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনী-৪ এর বিজিবি লেফটেন্যান্ট কমান্ডার (সিও) নাহিদ জানান, দুজনের মরদেহ পড়ে আছে এমন খবর পাওয়া গেছে।  নিহত দুইজন জেলে বলে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ পর্যবেক্ষণে বুঝা গেছে মাছ ধরতে গিয়ে ঠাণ্ডা লেগে ওরা সকালে মারা গেছে। পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করবে বিএসএফ।

সৌরভ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়