ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাসিরনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আটক ৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২২ অক্টোবর ২০২০  
নাসিরনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরচিল হক। আটকরা হলেন— পরশ মিয়া, খসরু মিয়া, মঞ্জু মিয়া, হাসান আলী, ফুল মিয়া, বাছির মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি এটিএম আরচিল হক জানান, মঙ্গলবার নূরপুর গ্রামের টেন্ডার পাড়ায় ছায়েব আলী মিয়ার বাড়িতে গানের আসর বসে। সেখানে গান গাওয়া নিয়ে হুমায়োনের পক্ষের লোক ফুল মিয়া গালমন্দ করেন পরশ মিয়ার পক্ষের শিপন মিয়াকে। এ নিয়ে ঘটনার দিন বিকেলে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর বৃহস্পতিবার সকালে আগের বিরোধের জেরে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের ২৫ জন আহত হন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এবং অন্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়ব আহমেদ হৃতুল জানান, পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

ওসি এটিএম আরচিল হক আরও জানান,  এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

রুবেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়