ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৮ জানুয়ারি ২০২১  
কুমিল্লায় ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের একটি ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য জানান।

গত ২৪ জানুয়ারি কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মো. মোর্শেদ আজম বাকী বিল্লাহকে কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস থেকে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে তাকে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা আদায় করে দাউদকান্দির সোনালী আঁশ ইন্ড্রাস্ট্রির সামনের রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

মামলার সূত্র ধরে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা ও দাউদকান্দি মডেল থানা পুলিশ ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে তিনজকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল আহসান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্রসহ বিভিন্ন ডিভাইস এবং প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

ইমরুল/আরিফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়