ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউনের প্রথম দিনে নোয়াখালীতে ১৩১ মামলা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৫ এপ্রিল ২০২১  
লকডাউনের প্রথম দিনে নোয়াখালীতে ১৩১ মামলা

লকডাউনের প্রথম দিনে নোয়াখালীতে ১৩১টি মামলা হয়েছে। এসব মামলায় এক লাখ ৪০ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ এপ্রিল) দিনব্যাপী নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, লকডাউনে নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। 

এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও প্রচারণা চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার ও এপিবিএন সদস্যরা। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মাওলা সুজন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়