ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধুর ‘কালো মানিক’ মোহাম্মদ উল্ল‌্যাহ আর নেই

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১৫ মে ২০২১  
বঙ্গবন্ধুর ‘কালো মানিক’ মোহাম্মদ উল্ল‌্যাহ আর নেই

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল‌্যাহ (ফাইল ফটো)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন‌্য মুক্তিযুদ্ধের সংগঠক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল‌্যাহ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। বঙ্গবন্ধু তাকে ‘কালো মানিক’ বলে ডাকতেন।

শনিবার (১৫ মে) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ উল্ল‌্যাহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। শনিবার ভোর ৫টার দিকে হার্ট অ্যাটাক হলে তাকে চৌমুহনীর লাইভ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফেনীর দাগনভূঞা বাজারে তার মৃত্যু হয়।

মোহাম্মদ উল্ল‌্যাহ ১৯৬৯ ও ১৯৭২ সালে টানা দুইবার চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে হাজীপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সুজন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়