ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খাগড়াছড়িতে রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১৫ মে ২০২১  
খাগড়াছড়িতে রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান

খাগড়াছড়িতে রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। জেলা শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (১৫ মে) ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চালানো হচ্ছে।

ট্রাফিক সার্জেন্ট তরুণ দাশ বলেন, ‘সড়ক পরিবহন আইনের আওতায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন এবং অতিক্তি যাত্রী বহনের বিরুদ্ধে অভিযান চলছে। এছাড়া, সড়কে চলাচলকারীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়েও সচেতন করা হচ্ছে।’ 

প্রসঙ্গত, ঈদের দিন ও পরের দিন খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
 

মানিক/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়