ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী খুতবা নিয়ে সংঘর্ষে আহত ১৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১১ জুন ২০২১  
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী খুতবা নিয়ে সংঘর্ষে আহত ১৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী খুতবা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) জুম্মার নামাজের পর সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাজী গোষ্ঠীর মোশারফ হোসেন (৪০), খায়ের মিয়া (৩৫), রশিদ মিয়া, সিরাজ মিয়া (৬০), রহিজ মিয়া (৬৫), বাহার মিয়া (৫৫) ও জাবের হোসেন (৩৫)। ভূইয়া গোষ্ঠীর শিপন (৪০) কামাল মিয়া (৫০), এমরান (৩০), হাবিবুল্লাহ (২৫), মরিয়ম (৩০) ও হোসনেয়ারা বেগম (৬৫)।

সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙুর হাজারী বলেন, ‘সংঘর্ষের কথা শুনেছি। তবে কেনো সংঘর্ষ হয়েছে তা জানি না।’

স্থানীয়দের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বড় বাড়ি ও হাজী বাড়ির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। 

শুক্রবার দুপুরে সুহিলপুর ইউনিয়নের গোপিনাথপুর বাবে জামে মসজিদের জুম্মার নামাজে ইমামের মাদক বিরোধী খুতবার জের ধরে ভূইয়া বাড়ির চুনু মিয়ার ছেলে শিপন মিয়া ও হাজী গোষ্ঠীর রাশেদ মিয়ার ছেলে খায়ের মিয়া বিবাদে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় দুই গোষ্ঠীর ১৩ জন আহত হয়েছেন। 

ওসি আরও জানান, এই দুই গোষ্ঠী এর আগেও একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। থানায় এখনও কোনো অভযোগ আসেনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

মাইনুদ্দীন রুবেল/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়