ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চাঁদপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন, ২ লঞ্চকে জরিমানা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ১৬ জুলাই ২০২১  
চাঁদপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন, ২ লঞ্চকে জরিমানা

চাঁদপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ২টি ঢাকাগামী লঞ্চকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই জুলাই) চাঁদপুর লঞ্চঘাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এ জরিমানা করেন।

জানা যায়, পবিত্র করোবানী ঈদকে সামনে রেখে সরকার লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক অর্থাৎ ৫০% যাত্রীকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নদীতে পরিবহন করার নির্দেশনা দিয়েছে। কিন্তু সরকারের এমন নির্দেশনা যাত্রাপথে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে উপেক্ষিত ছিলো। বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হওয়ার পর পরই দ্রুত অভিযানে নামে জেলা প্রশাসন।

এদিকে অভিযান প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ স্যার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক স্যারের নির্দেশনায় লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এতে স্বাস্থ্যবিধি না মানা এবং ধারণ ক্ষমতার ৫০% এর অধিক যাত্রী বহন করার অভিযোগে ঈগল-৩ কে ৫ হাজার এবং সোনার তরী-৩ কে ১০ হাজার টাকাসহ মোট ২টি লঞ্চ কে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এই ধরনের সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় ব্যাটেলিয়ন আনসার বাহিনী ও নৌ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অমরেশ দত্ত জয়/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়